ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

করোনাভাইরাস : ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস : ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান

করোনাভাইরাসের কারণে ৮৫ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইরানে এ পর্যন্ত ১৪ হাজার ৯৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮৫৩ জন।

মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, ‘মুক্তি পাওয়া ৫০ শতাংশ বন্দি নিরাপত্তা সংশ্লিষ্ট...কারাগারে আমরা প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’ ওই বন্দিদের কবে কারাগারে ফিরিয়ে নেওয়া হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

১০ মার্চ ইরানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত জাভেদ রেহমান জানিয়েছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জনাকীর্ণ ও রোগ উপদ্রুত কারাগারগুলো থেকে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে তিনি তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে রয়টার্স জানিয়েছে, অনেক ইরানিই স্বাস্থ্য কর্তৃপক্ষের বাড়িতে থাকার নির্দেশ মানছেন না। তবে ভাইরাস প্রাদুর্ভূত এলাকা শিয়াদের পবিত্র শহর কোম ও রাজধানী তেহরানে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়