ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

২৪ ঘণ্টায় ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্ত ৪০ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্ত ৪০ শতাংশ বেড়েছে

গত ২৪ ঘন্টায় ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে ৪২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। সংক্রমণের হার কমাতে সাইবার নজরদারির অনুমোদন দিয়েছেন তিনি। প্রতিদিন অন্তত তিন হাজার জনের করোনাভাইরাস পরীক্ষা প্রয়োজন বলেও জানিয়েছেন নেতানিয়াহু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমন-টভ বলেছেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির দিকে যাচ্ছি যেখানে প্রতিদিন শত শত বা তারচেয়ে বেশি রোগী আসবে।’

এর আগে মঙ্গলবার সকালে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৪ বলে  জানিয়েছিল ইসরায়েল। বুধবার এই সংখ্যা ৪২৭ বলে জানানো হয়। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়