ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

করোনা আক্রান্ত ২ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত ২ লাখ ছাড়ালো

মাত্র তিন মাসে বিশ্বের ১৬৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  ছড়িয়ে পড়ার পাশাপাশি ভাইরাসটি প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।  ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আট হাজার দুইশর বেশি মানুষের মৃত্যু হয়েছে।  আর আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি।

সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, করোনাভাইরাসে বিশ্বব্যাপী আট হাজার দুইশ ২৯ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন দুই লাখ তিন হাজার ছয়শর বেশি মানুষ।  আর সুস্থ হয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি তিন হাজার দুইশ ৩৭ জনের মৃত্যু হয়েছে শনাক্তস্থল চীনে।  আড়াই হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি।  তালিকায় তৃতীয় স্থানে থাকা ইরানে মারা গেছেন এক হাজার একশ ৩৫ জন।  চতুর্থ স্থানে রয়েছে স্পেন, দেশটিতে মারা গেছেন পাঁচশ ৯৮ জন।  মারা যাওয়ার সংখ্যায় শীর্ষ পাঁচে রয়েছে ফ্রান্স।  দেশটিতে মারা গেছেন একশ ৭৫ জন।

আক্রান্ত রোগীর সংখ্যায়ও শীর্ষে চীন।  দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার আটশ ৪৯ জন।  ইতালিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পাঁচশ ৬ জন।  ইরানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার তিনশ ৬১ জন।  স্পেনে এ সংখ্যা ১৩ হাজার ছয়শ ১৬ জন।  আর জার্মানিতে প্রায় ১০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

তবে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়।  মারা যাওয়া ও আক্রান্ত হওয়ার তালিকায় শীর্ষে থাকা চীন এ তালিকাতেও সবার উপরে।  দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ হাজার ছয়শ ১৬ জন।  ইরানে পাঁচ হাজার তিনশ ৮৯ জন। ইতালিতে সে সংখ্যা প্রায় তিন হাজার।  দক্ষিণ কোরিয়ায় এক হাজার পাঁচশ ৪০ জন।  স্পেনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮১ জন। 

অন্যদিকে বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।  আর আক্রান্ত রোগীর সংখ্যা আরও চারজন বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়