ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ১৪৭ ভাইরাস আক্রান্তের মৃত্যু হলে মৃতের সংখ্যা এক হাজার ১৩৫ এ দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ড মিটারসের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১৭ হাজার ৩৬১ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯২ জন।  একই সময় মারা গেছেন ১৪৭ জন। এছাড়া দেশটিতে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন পাঁচ হাজার ৩৮৯ জন।

১৯ ফেব্রুয়ারি ইরান প্রথম কোম শহরে দুজন করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায়। এরপরই দেশটিতে দ্রুত  বাড়তে শুরু করে ভাইরাস আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে দেশের সব কয়টি প্রদেশে অস্থায়ী হাসপাতাল নির্মাণসহ জরুরি পদক্ষেপ নেয় রুহানি সরকার।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়