ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

করোনাভাইরাস: ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ঘোষণা ট্রাম্পের

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যের রেঁস্তোরা, বার, জিমনেশিয়াম ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সাময়িক সময়ের জন্য কর্মহীন হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। সরকারি তহবিল থেকে এসব লোককে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নীতির কারণে জরুরি প্রয়োজনে হোটেল,বার ও রেঁস্তোরা বন্ধের কারণে যেসব লোক এখন কর্মহীন দ্রুত তাদের কাছে অর্থ চলে যাবে। চীনা ভাইরাসের আক্রমণ আপনাদের দোষ নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হব!’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সাত হাজার ৩৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১৬ জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়