ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

২৪ ঘণ্টায় চীনে স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় চীনে স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে প্রথমবার গত ২৪ ঘণ্টায় স্থানীয় পর্যায়ে নতুন করে কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ডব্লিউএসবি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে বিদেশফেরত ৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা কেউ হুবেই প্রদেশের নয়। মৃত্যুও একক সংখ্যায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আটজন মারা গেছেন।

৩৪ জনের মধ্যে ২১ জন বেইজিংয়ে, গুয়াংডং প্রদেশে নয়জন, সাংহাইয়ের দুইজন, হিলংজিয়াং প্রদেশ এবং ঝিজিয়াং প্রদেশে একজন করে আক্রান্ত হয়েছেন।

চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৪৫ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন । এর মধ্যে মোট ৭০ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা আট হাজার ৯৬১ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত ৮৫ হাজার ৬৭৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়