ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

করোনার লক্ষণ দেখা দেওয়ায় যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার লক্ষণ দেখা দেওয়ায় যুবকের আত্মহত্যা

করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালের সাততলা থেকে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দিল্লির সফদরজং হাসপাতালে এই ঘটনা ঘটে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে নির্দিষ্ট বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছিল ৩৫ বছর বয়সী ওই রোগীকে। তারপর থেকেই সম্ভবত অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি করার পর ওই যুবকের রক্তের নমুনা নেওয়া হয়। সেগুলোকে পরীক্ষার জন্যে ল্যাবে পাঠানো হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট আসার আগেই আত্মহত্যা করেছেন ওই যুবক।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে ওই যুবক পঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং গত প্রায় এক বছর ধরে সিডনিতে বাস করতেন তিনি। তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে দিল্লি আসে।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়