ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ইতালিতে করোনাভাইরাসে মৃতদের দাফনে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনাভাইরাসে মৃতদের দাফনে সেনাবাহিনী

কবর দেওয়ার মতো স্থান সংকুলান না হওয়ায় ইতালির উত্তরের একটি শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিলানের উত্তর-পূর্বের শহর বারগামোর বাসিন্দাদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের কবরস্থান থেকে কফিন সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ট্রাকের দীর্ঘ বহরে এসব কফিন নিয়ে যাওয়া হচ্ছে।

এক সেনা মুখপাত্র জানিয়েছেন, মৃতদেহ পাশের প্রদেশে স্থানান্তরের জন্য ৫০ সেনা সদস্য ও ১৫টি ট্রাক পাঠানো হয়েছে। এর আগে মৃতদেহ দাফন করার মতো স্থান সংকুলান করতে না পারায় বারগামোর কর্তৃপক্ষ সহযোগিতার আহ্বান জানিয়েছিল।

করোনাভাইরাসে ইতালিতে এ পর্যন্ত ৩৫ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুই হাজার ৯৭৮ জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ