ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

এশিয়ায় নতুন করে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ায় নতুন করে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা

এশিয়ার কয়েকটি দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে এবার স্থানীয়ভাবে নয়, বরং বিদেশ থাকা আসা রোগীদের মাধ্যমে বাড়ছে সংক্রমিত মানুষের হার। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন ও সিঙ্গাপুর।

গত ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। দেশটির ৮০ হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন হাজার ২৪৫ জন। ভাইরাস প্রাদুর্ভাবের পর বুধবার প্রথমবারের মতো স্থানীয়ভাবে কেউ সংক্রমিত হয়নি। তবে একই দিন ৩৪ জন নতুন রোগীর কথা জানানো হয়েছে যারা বিদেশ থেকে আসা।

প্রায় একই অবস্থা সিঙ্গাপুরে। দেশটিতে ৪৭ জন নতুন করোনারোগীর তথ্য জানা গেছে। এদের মধ্যে ৩৩ জন বিদেশ থেকে আসা।

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার নতুন করে ১৫২ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে কতজন বিদেশ ফেরত তা এখনও জানা যায়নি।

জাপানে বুধবার নতুন করে আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দেশটির সবচেয়ে বেশি আক্রান্তের অঞ্চল হোক্কাইডোতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। গত ফেব্রুয়ারিতে এখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়