ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

মসজিদুল হারাম ও মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ আদায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মসজিদুল হারাম ও মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ আদায় স্থগিত

মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ আদায় স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। শুক্রবার থেকেই এই নির্দেশনা  কার্যকর হয়েছে বলে সকালে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে দুটি মসজিদের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদেক্ষপ নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থা মক্কার প্রধান মসজিদ ও মদিনার মসজিদে নববির বাইরের চত্বরে লোকজনের উপস্থিতি ও নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা শুক্রবার (২০ মার্চ) থেকে কার্যকর হবে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়