ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

করোনাভাইরাস : মুম্বাইয়ে অফিস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস : মুম্বাইয়ে অফিস বন্ধ ঘোষণা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের প্রধান শহর মুম্বাইসহ বেশ কয়েকটি এলাকার সব অফিস ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী উদ্যব থ্যাকারে এ ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, সরকারি-বেসরকারি অফিস বন্ধের পাশাপাশি দোকানপাট বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি পণ্য বিক্রির দোকানগুলো খোলা থাকবে। সরকারি অফিসগুলোতে কেবল ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন।

ভারতে এ পর্যন্ত ২০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে রয়েছে ৫২ জন।

মুখ্যমন্ত্রী জানান, মুম্বাই, পুনে, পিমপ্রি চনচওয়াদ ও নাগপুরে কেবল জরুরি সেবা চালু থাকবে। এই সময়ে নিয়োগ প্রতিষ্ঠানকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন,‘সংকট আসবে ও চলে যাবে। তবে আপনাদের মানবিকতাকে বন্ধ করবেন না।’

উদ্ধব থ্যাকারে জানান, জনগণ যদি ট্রেন ও বাসে ভীড় না কমায় তাহলে শেষ ব্যবস্থা হিসেবে গণপরিবহন বন্ধ করে দেওয়া হবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়