ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘করোনাভাইরাসে বিশ্বে লাখ লাখ লোক মারা যেতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনাভাইরাসে বিশ্বে লাখ লাখ লোক মারা যেতে পারে’

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, নিয়ন্ত্রণ করা না গেলে করোনাভাইরাসে বিশ্বে লাখ লাখ লোক মারা যেতে পারে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে এই মৃতের সংখ্যা বেশি হবে।

বৃহস্পতিবার তিনি এই মহামারি মোকাবেলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেছেন, ‘আমরা যদি দাবানলের মতো এই ভাইরাস ছড়াতে দেই...বিশেষ করে বিশ্বের সবচেয়ে অরক্ষিত অঞ্চলগুলোতে...তাহলে এটি লাখ লাখ লোককে হত্যা করবে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক সংহতি কেবল নৈতিক বাধ্যকতাই নয়, বরং এটি প্রত্যেকের স্বার্থ।’

সংকট মোকাবেলায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ধনী দেশগুলোকে কেবল নিজেদের নাগরিকদের নিয়ে মশগুল থাকলে চলবে না। আমার শক্তিশালী আহ্বান থাকবে জি-২০ দেশগুলোর প্রতি যাতে তারা আফ্রিকার ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর ওপর নজর দিন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়