ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমারকে ৫ লাখ রোহিঙ্গার তালিকা দিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারকে ৫ লাখ রোহিঙ্গার তালিকা দিলো বাংলাদেশ

কক্সবাজারে আশ্রয় নেওয়া চার লাখ ৯২ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে এই তালিকা হস্তান্তর করা হয়েছে। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গার বিস্তারিত তথ্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাড়া অত্যন্ত কম।

তিনি বলেন, ‘অতীতে আমরা এক লাখ পাঁচ হাজার জনের তালিকা দিয়েছি এবং এখন আমরা চার লাখ ৯২ হাজার মানুষের তালিকা দিলাম। এ নিয়ে ছয় লাখ হলো। কিন্তু তারা তালিকায় থাকা অত্যন্ত ক্ষুদ্র সংখ্যকের তথ্য যাচাই করেছে।’

ঢাকার কর্মকর্তাদের বরাত দিয়ে ইরাবতি জানিয়েছে, তালিকায় থাকা প্রায় ৯ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমরা একটি বিস্তারিত তালিকা হস্তান্তর করেছি। এটা স্রেফ নামের তালিকা নয়। বরং আমাদের দেওয়া বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে, কে কোন জায়গা থেকে এসেছে, তাদের আত্মীয়-স্বজন ও পরিচয় সংশ্লিষ্ট সম্পূর্ণ তথ্য এবং বায়োমেট্রিক তথ্য। এই তালিকা দিয়ে পরিবার চিহ্নিত করা একেবারেই সহজ।’

মন্ত্রী অভিযোগ করেন, ‘তারা (মিয়ানমার কর্তৃপক্ষ) তালিকা নিয়েছে এবং আর কোনো মন্তব্য করেনি। আমরা জোর করে কিছু করতে পারি না। তারা সমস্যার সৃষ্টি করেছে এবং এর সমাধান তাদের কাছেই।’

ঢাকার একটি ইংরেজি দৈনিক জানিয়েছে, ১৮ মার্চ এই তালিকা হস্তান্তর করা হয়েছিল। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে এই তালিকা গ্রহণ করেন। এই নিয়ে পঞ্চমবারের মতো মিয়ানমারের কাছে রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তালিকা হস্তান্তর করলো বাংলাদেশ।


ঢাকা/শাহেদ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়