ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরি ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইউরোপের এ দেশটিতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসের প্রভাবে এতোদিন চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ থাকলেও এখন ইতালি সবার উপরে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ হাজার ১৯৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই চীন এবং ইতালির।

ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।


ঢাকা/এসএম/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়