ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

‘করোনাভাইরাস থেকে তরুণরাও রক্ষা পাবে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনাভাইরাস থেকে তরুণরাও রক্ষা পাবে না’

মহামারি করোনাভাইরাস থেকে তরুণরাও রক্ষা পাবে না বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসুস।

শনিবার (২১ মার্চ) জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস গেব্রিয়াসুস এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘এই ভাইরাসের কারণে তরুণদেরও কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এমনকি তরুণরাও মারা যেতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘তরুণরা অসুস্থ না হলেও তারা কোথায় যাচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ সতর্ক না হলে তরুণদের কারণে একজন বয়স্ক মানুষের জীবন-মৃত্যুর সংশয় দেখা দিতে পারে।’

এসময় তিনি বলেন, ‘তরুণদের আত্মসংযমই বয়স্ক ব্যক্তিদের জীবন বাঁচাতে পারে।’

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে ইতিমধ্যে ১১ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়