ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

মহামারি করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ায় পিয়োঙ্গান প্রদেশ থেকে জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সেগুলো প্রায় ৫০ কিলোমিটার উঁচু দিয়ে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী। তাদের দাবি, করোনাভাইরাস নিয়ে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক হয়নি।

সূত্রঃ দি টেলিগ্রাফ

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়