ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব

করোনাভাইরাসের মহামারি থেকে বিশ্বের যুদ্ধকবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (২৪ মার্চ) নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই আহ্বান জানান।

গুতেরেস ভাষণে বলেন, ‘এখন সময় এসেছে সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানোর। যুদ্ধের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করুন। আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময় এখনই।’

তিনি বলেন, ‘গোটা বিশ্ব এখন এক রোগের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের সময় এসেছে এখন অস্ত্রের গর্জন থামানোর।’

দশ বছর ধরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো একজন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আফগানিস্তানেও মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা সংঘাত কবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক রুপ নিতে পারে।

সূত্র : ইউএন নিউজ


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়