ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সংক্রমণে চীনকে ছাড়ালো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংক্রমণে চীনকে ছাড়ালো ইতালি

করোনাভাইরাসের সংক্রমণেও এবার চীনকে ছাড়িয়ে গেলো ইতালি। গত ২০ মার্চ মৃত্যুতে চীনকে পেছনে ফেলেছিল তারা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের করা তালিকায় ইতালিতে করোনায় সংক্রমিত হয়েছে ৮৬,৪৯৮ জন। ইউরোপে আক্রান্ত আর মৃতের সংখ্যায় তারাই শীর্ষে। চীনে নিশ্চিত আক্রান্ত হয়েছে ৮১,৯৪৬ জন।

সংক্রমণের হিসেবে দুই দেশই আছে যুক্তরাষ্ট্রের পেছনে। উত্তর আমেরিকা মহাদেশের দেশটিতে ১ লাখ ৪ হাজার মানুষ আক্রান্ত।

ইতালিতে করোনায় মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ। মৃতের হিসেবে বিশ্বে তারাই সবার ওপরে। শুক্রবার এক দিনে তাদের রেকর্ড ৯৬৯ জন মারা গেছে। সব মিলিয়ে ৯,১৩৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

করোনায় মারা যাওয়ার তালিকায় ইতালির পরে আছে স্পেন (৫,১৩৮) ও চীন (৩,২৯৫)। আর যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১,৭০০।

বিশ্বজুড়ে ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আ্ক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৩২৬ জন। ২৭ হাজার ৩৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সেরে উঠেছেন ১ লাখ ৩৩ হাজার ৩৯১ জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়