ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারে করোনায় নতুন আক্রান্ত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে করোনায় নতুন আক্রান্ত ২

মিয়ানমারে করোনাভাইরাসে নতুন আরো ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০।

সোমবার (৩০ মার্চ) মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আক্রান্তদের দুজনের বয়স ৪৪ ও ৪৫ বছর। দুজনই পুরুষ।

একজন মিঙ্গালাডন প্রদেশের। যিনি সম্প্রতি থাইল্যান্ড ভ্রমণ করে এসেছেন।

অপরজন মিঙ্গালা টাউংনিউন্ট প্রদেশের। যিনি অস্ট্রেলিয়ায় এক মাস এবং সিঙ্গাপুরে চার দিন ভ্রমণ করে এসেছেন।

গত সোমবার (২৪ মার্চ) মিয়ানমারের ইয়াঙ্গুনে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে মিয়ানমার। এছাড়া জনসমাগমে নিষেধাজ্ঞা ও দোকানপাট বন্ধ করেছে সরকার। এর আগে চীনের সকল ভ্রমণ ভিসা স্থগিত করে দেশটি।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়