ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা ১১ হাজার ৫৯১ এ পৌঁছলো। একই সময় নতুন করে চার হাজার ৫০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন থেকে বেড়ে এক লাখ এক হাজার ৭৩৯ জনে পৌঁছেছে।

অবশ্য আক্রান্তের এই হার গত দুদিনের তুলনায়  কম। শনিবার দেশটিতে পাঁচ হাজার ৯৭৪ জন এবং রোববার পাঁচ হাজার ২১৭ জনের আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালির আগে রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৩১ এ পৌঁছেছে। অবশ্য ভাইরাসে মৃত্যুর হার সবচেয়ে বেশি ইতালিতেই।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ