ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'১ লাখ মৃত্যুর জন্য আমেরিকা প্রস্তুত থাকো'

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'১ লাখ মৃত্যুর জন্য আমেরিকা প্রস্তুত থাকো'

যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও ছোঁয়াচে রোগ সংস্থার পরিচালক ডক্টর এন্থোনি ফাউচি বলেছেন, মহামারি করোনাভাইরাসের ছোঁবলে কমপক্ষে এক লাখ মানুষের মৃত্যুর জন্য আমেরিকার প্রস্তুত থাকা উচিত।

মঙ্গলবার দেশটিতে করোনা বিষয়ক এ কর্মশালায় তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, যেভাবে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আমাদের এর জন্য এখনই প্রস্তুতি নেওয়া উচিত। এমনটা করা কি খুব বেশি হয়ে যাচ্ছে? আমি মনে করি আমরা যতই পেছাতে চেষ্টা করিনা কেন, এই সংখ্যা কমিয়ে আনার সম্ভাবনা কম। বাস্তবতা হচ্ছে, সামনে যা ঘটাতে যাচ্ছে তার জন্যে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার।

সম্ভাব্য মৃতের সংখ্যা নিয়ে তিনি আরো জানান, আমরা সংখ্যাকে নিয়ে ভাবছি না। এই সংখ্যা কমিয়ে আনতে যা যা দরকার সবই করবো।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। আক্রান্ত করেছে ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৩ হাজার ৭৮০ জনের। তার মধ্যে গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৭৭০ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়