ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে অপপ্রচারের পোস্ট ডিলিট!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস নিয়ে অপপ্রচারের পোস্ট ডিলিট!

ফেসবুক বা টুইটার রাষ্ট্রনেতাদের পোস্ট ডিলিট করেছে এমন ঘটনা বিরল। অতীতে রাষ্ট্রনেতারা ভুয়া বিষয় প্রচার করছেন এমন প্রমাণিত হওয়ার পরও সেসব পোস্ট ডিলিট করা হয়নি।

এমনকি টুইটার বলেছিল, বিশ্বনেতারা নিয়ম ভাঙলেও তারা এসব পোস্ট ডিলিট করবে না, কারণ সাধারণ মানুষের এগুলো নিয়ে বিপুল আগ্রহ আছে।

কিন্তু করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো পোস্ট ডিলিট করা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন দেশের কয়েক জন রাষ্ট্রনেতার পোস্ট ডিলিট করেছে। এসব পোস্টে করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর এরকম একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করেছে। পোস্টে দাবি করা হয়েছিল ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ করোনাভাইরাসের চিকিৎসায় খুবই কার্যকর।

টুইটার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর টুইট ডিলিট করেছে একই কারণে। করোনাভাইরাস প্রতিরোধের একটি ঘরোয়া টোটকা চিকিৎসা টুইট করেছিলেন তিনি।

করোনাভাইরাস নিয়ে গুজব আর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে বিরাট চাপের মুখে আছে ফেসবুক আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। তাই তারা পোস্ট ডিলিট করেছে।

সূত্র: বিবিসি


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়