ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৯১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩১, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৯১১ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে লাশের মিছিল প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মানুষ। এর আগে একদিনে রেকর্ড ৮৩০ জনের মৃত্যু হয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে। গেল ২৪ ঘণ্টায় সেটাকে ছাড়িয়ে মারা গেছে ৯১১ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।

একদিনে ৯১১ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন। ৯১১ জনের মধ্যে এক নিউইয়র্ক শহরেই ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ৩০০ জন। শহরটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭০৭ এ। আর একদিনেই আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৬ জন। এই অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৩ হাজার ৭১২ জন। আর মোট মৃতের সংখ্যা প্রায় দেড় হাজার।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ২ লাখ ১৪ হাজার ৪৬৫ জন।

অবশ্য করোনাভাইরাসের লাইভ আপডেট প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডেোমিটার্সের প্রতিবেদন অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজারেরও বেশি (১০৪৬)। আর নিইইয়র্কে মৃতের সংখ্যা একদিনে ৫০৫ জন!

বিশ্বব্যাপী ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। আক্রান্ত করেছে ৯ লাখ ৩৪ হাজার ২৪৫ জনকে। প্রাণ কেড়েছে ৪৬ হাজার ৯২৪ জনের।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়