ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় মারা গেলেন ফিলিপাইনের কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মারা গেলেন ফিলিপাইনের কূটনীতিক

ফিলিপাইনের কূটনীতিক বার্নার্দিতা কাতায়া লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালে মারা গেলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ৬২ বছর বয়সে প্রাণ হারালেন তিনি।

বার্নার্দিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘গভীর বেদনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করছে, ২০২০ সালের ২ এপ্রিল লেবাননের ফিলিপাইন রাষ্ট্রদূত বার্নার্দিতা কাতায়া কোভিড-১৯ রোগে মারা গেছেন। মন্ত্রণালয়ের অপূরণীয় ক্ষতি হলো।’

২৭ বছর ধরে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন বার্নার্দিতা। হংকং, কুয়ালালামপুর ও জাকার্তায় কনসাল জেনারেলের দায়িত্বে থাকার পর ২০১৮ সালের জানুয়ারিতে লেবাননের অ্যাম্বাসিতে দেশের প্রতিনিধিত্ব করেন। পাসপোর্ট ডিরেক্টর হিসেবে দেশের অসংখ্য মানুষকে হংকংয়ে কাজের সুযোগ তৈরি করে দেন বার্নার্দিতা।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়