ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাস: সুস্থ ২ লাখ মানুষ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস:  সুস্থ ২ লাখ মানুষ

মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৫ হাজার ২৪৬ জন।  জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৩ হাজার ৭ জন।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে চীনে ২৫ হাজার ৭৪৩ জন।  এরপর স্পেনে ১৯ হাজার ১৭৫ জন।  তৃতীয় সর্বোচ্চ সুস্থ হয়েছে জার্মানিতে ১৬ হাজার ৮৪৭ জন এবং চতুর্থ সর্বোচ্চ সুস্থ হয়েছে ইতালিতে ১৬ হাজার ৭১১ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে ওঠছে যুক্তরাষ্ট্র।  মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। সবার ওপরে আছে ইতালি।  দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন।  দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৩ জন মারা গেছে।  এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর তিন মাসে সারা বিশ্বের ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


/সাইফ/

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়