ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা পরীক্ষা করতে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা পরীক্ষা করতে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা

করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা তা পরীক্ষা করতে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের তাতপট্টি বাখাল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় স্বাস্থ্য বিভাগের একটি দল ওই এলাকায় পৌঁছলে তাদের উপর হামলা করেন স্থানীয় মানুষজন।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন।

লোকজন তাদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালি দেয় ও থুথু ছেটায় বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যকর্মীরা।

ধারণা করা হচ্ছে, লকডাউনের কারণে এলাকার মানুষজন বিরক্ত হয়েই এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে জেলা কালেক্টর মণীশ সিং বলেন, যদি কেউ চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তবে তারা রেহাই পাবেন না। এই হামলার ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। ইতোমধ্যে এই হামলার ঘটনায় একজনে আটক করেছে ভারতীয় পুলিশ।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়