ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউন অমান্য করলে জেল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন অমান্য করলে জেল

ভারতে করোনাভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউনকে লঙ্ঘন কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে বাধা দিলে এক থেকে দুই বছরের জন্য জেল হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

দেশের বিভিন্ন অংশ থেকে পুলিশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী অথবা সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ডের নিয়ম রয়েছে।

অন্য দিকে এ ধরনের ঘটনায় কারো মৃত্যু হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে।

লকডাউনের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করতে বলা হয়েছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়