ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাস্ক পরতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাস্ক পরতে চান না ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জনসাধারণকে মাস্ক পরতে উৎসাহিত করছে তার প্রশাসন। কিন্তু স্ত্রীর পরামর্শ সত্ত্বেও তিনি নিজে মাস্ক পরতে আগ্রহী নন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), করোনা সংক্রমণ প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে। এতে জনসাধারণকে জনসমাগমপূর্ণ স্থানে রুমাল, টিশার্ট বা কাপড়ের তৈরি যে কোনো মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সিডিসি অতিরিক্ত স্বেচ্ছামূলক গণস্বাস্থ্য পদক্ষেপ হিসেবে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এটা স্বেচ্ছাধীন। আমার মনে হয় না আমি এটা করতে পারব।’

শুক্রবার বিকেলে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এক টুইটে বলেছেন, ‘সাপ্তাহিক ছুটির দিন চলে আসছে, আমি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে এবং গুরুত্ত্বের সঙ্গে মাস্ক পরার আহ্বান জানাচ্ছি।’

পরে হোয়াইট হাউজে করোনা নিয়ে প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প তার মন্তব্যের ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘আমি স্রেফ নিজে এটা পরতে চাই না। তারা একে সুপারিশ বলেছে, তারা সুপারিশ করেছে। আমি ভালো বোধ করছি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়