ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিঙ্গাপুরে ২৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ২৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে ২৬ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে দুদিনে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির করোনায় আক্রান্তের রেকর্ড এটি। এর আগে শুক্রবার ১৪ বাংলাদেশির করোনায় আক্রান্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ১৬ জন লং টার্ম পাসধারী এবং ১০ জন শ্রমিক। এদের মধ্যে ১৭ জনের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে শুক্রবার। বাকী ৯ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে শনিবার।

এতে আরও বলা হয়েছে, করোনায় আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনই ছিলেন শ্রমিকদের জন্য নির্মিত আবাসন এস ১১ ডরমেটরিতে। আর দুজন ছিলেন তোহ গুয়ান ডরমেটরিতে। এটিও শ্রমিকদের জন্য নির্মিত আবাসিক ভবন।

আক্রান্ত ২৬ জনকে সেং কাং জেনারেল হাসপাতাল ও ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে চিকিৎসার জন্য রাখা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ