ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৮, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃতের রেকর্ড হচ্ছে। বুধবার দেশটিতে সর্বোচ্চ ৯৪৬ জনের মৃত্যু হয়েছিল। সেটাকে পেছনে ফেলে শুক্রবার দেশটিতে মারা যায় ১০৯৪ জন। শনিবার সেটিকেও পেছনে ফেলেছে মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ হারিয়েছে রেকর্ড ১২২৪ জন।

যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। শুক্রবার আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৩৪ হাজার ১৯৬ জন। এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

একদিনে ১২২৪ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২।

সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্ক রাজ্যে, ৩ হাজার ৫৬৫। আক্রান্তের সংখ্যাও সেখানে সবচেয়ে বেশি, ১ লাখ ১৪ হাজার ৭৭৫ জন। এ ছাড়া নিউজার্সিতে মারা গেছে ৮৪৬ জন, মিশিগানে ৫৪০, লুসিয়ানায় ৪০৯, ক্যালিফোর্নিয়ায় ৩১৯ ও ওয়াশিংটনে ৩১৪।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৪৩ জন। মৃতের সংখ্যা ৬৪ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ১৭৪ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়