ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান, বিকেলে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান, বিকেলে বৈঠক

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের অনেক দেশ জরুরি অবস্থা জারি করলেও জাপান এখন পর্যন্ত সে রকম কোনো পদক্ষেপ নেয়নি।

সোমবার (৬ এপ্রিল) কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করবে বলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ইয়োমুরি।

প্রতিবেদনে বলা হয়,  রাজধানী টোকিওতে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী। এর পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হলেও এখনই জারি হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে না। এর আাগে সরকার বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবে। তারপর জরুরি অবস্থা কবে থেকে কার্যকর হবে সেই ঘোষণা আসতে পারে। এর আওতায় আসতে পারে টোকিও ও এর আশপাশের এলাকা, যেমন ওসাকা।

এর আগে বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাটো, অর্থনীতি ও আর্থিক নীতি বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে বৈঠক করেন শিনজো আবে।

সরকারের করোনাভাইরাস বিষয়ক কর্মকাণ্ডের প্রধান নিশিমুরা বলেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেবো।

ইয়োমুরি জানিয়েছে, ভাইরাসটি নিয়ন্ত্রণের ব্যবস্থা সত্ত্বেও নিশ্চিত সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাজধানী টোকিওতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়