ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাভাইরাসে ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সে একদিনে রেকর্ড সংখ্যক লোকের মৃত্যু হয়েছে আজ। তাতে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে (১০,৩২৮)।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরিচালক জেরোমি সালোমন জানান, ফ্রান্স এখনো মহামারির চূড়ায় পৌঁছাইনি।

করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ৮২ হাজার ২৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৩৩২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৭ হাজার ১২৭ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়