ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইরানে করোনায় আক্রান্ত ৫ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে করোনায় আক্রান্ত ৫ লাখ!

ইরানের পাঁচ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির ন্যাশনাল করোনাভাইরাস কমব্যাট টাস্কফোর্সের সদস্য হামিদ সৌরি এ তথ্য জানিয়েছেন।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে সৌরি জানান, মার্কিন সরকারের অনুদানপুষ্ট রেডিও চ্যানেল রেডিও ফার্দার এত প্রতিবেদনে বলা হয়েছিল করোনায় আক্রান্ত অনেক রোগীকে শনাক্ত করা যায়নি।

অবশ্য ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশটিতে এ পর্যন্ত ৬০ হাজার ৫০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য অভিযোগ রয়েছে, করোনা সংক্রমণের ব্যাপকতার তথ্য জনগণের কাছ থেকে গোপন করছে দেশটির সরকার। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের দাবি, বাস্তবে ইরানে করোনায় আক্রান্তের হার সরকারের দেওয়া সংখ্যার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি।

পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে সৌরি বলেন, তেহরান, রাজাভি খোরাসান, পশ্চিম আজারবাইজান, বুশেহর, খুজেস্তান ও কেরামানশাহে ভাইরাস ব্যাপক আকারে সংক্রমণ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘দেশের ৩১টি প্রদেশের কোনোটিই করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়