ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘করোনার ১০ ওষুধ ক্লিনিকাল ট্রায়ালে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনার ১০ ওষুধ ক্লিনিকাল ট্রায়ালে’

করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ১০টি ওষুধ ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এ তথ্য জানিয়েছেন।

গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বের প্রায় ১৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৮৮ হাজার ৫০০ মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে চার লাখ ৩০ হাজার মানুষ, মারা গেছে ১৪ হাজার ৭০০ জন। তবে এখনও করোনা মোকাবেলায় কোনো টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি।

বুধবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকার চিকিৎসক ও বিজ্ঞানীদের মতোই আমেরিকার শিল্প প্রতিষ্ঠানগুলো সাহায্যে এগিয়ে আসছে। ১০টি ওষুধ ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে এবং দ্রুত নতুন থেরাপি ও চিকিৎসা ব্যবস্থার জন্য আমার প্রশাসন নজিরহীন পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও কোম্পানিগুলো এসব বিষয় নিয়ে এগিয়ে আসছে যাতে আমি আশা করছি অদূর ভবিষ্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ কিছু হবে।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়