ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় মৃতের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃতের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে

মাত্র দুদিন আগে মৃতের সংখ্যা ছিল ৮০ হাজার। ৪৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে সেটা ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহামারি করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে বিশ্বের ৯৪ হাজার ৫৮৮ জনের। আক্রান্ত করেছে ৪ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই দেশটিতে প্রাণ হারিয়েছে ১৮ হাজার ২৭৯ জন। আজও একদিনে সেখানে মারা গেছে ৬ শতাধিক মানুষ। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা আক্রান্তের দিক দিয়ে সবার উপরে। মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে (১৬,১১৪)।

১৫ হাজার ২৩৮ জন মারা গেছে স্পেনে। ফ্রান্সে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ১২ হাজার ছাড়িয়েছে সেখানে (১২,২১০)। গেল ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১৩৪১ জন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার (৭৯৭৮)।

এ ছাড়া ইরানে ৪ হাজার ১১০, চীনে ৩ হাজার ৩৩৫, বেলজিয়ামে ২ হাজার ৫২৩, জার্মানিতে ২ হাজার ৪৫১ ও নেদারল্যান্ডসে ২ হাজার ৩৯৬ জন প্রাণ হারিয়েছে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়