ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাইরে বের হলেই মুখ ঢাকতে হবে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাইরে বের হলেই মুখ ঢাকতে হবে

লকডাউনের মেয়াদ বেড়েছে কলকাতায়। বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। এবার বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করল রাজ্য সরকার।  আর তা না করলেই ব্যবস্থা নেবে প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব।  সেখানে বলা হয়েছে, বাইরে বের হলে মুখ ঢাকতেই হবে।  মাস্ক দিয়ে ঢাকা যেতে পারে, মাস্ক না থাকলে দুপাট্টা ভাঁজ করে নাকে মুখে চাপা দিতে হবে।  গামছা ব্যবহার করাও যেতে পারে। এছাড়াও যেকোনও কাপড় দিয়ে নাক মুখ ঢাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কলকাতা রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, মাস্ক পরলে সংক্রমণ রোধ করা যাবে।  দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।  তাই আগেই এই ব্যবস্থা নিচ্ছে অনেক রাজ্যে।

উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।  দিল্লি, মুম্বাই, আহমেদাবাদের মতো শহরেও মাস্ক পরেই বাইরে বের হতে হবে।  এবার সেই একই পদক্ষেপ নিল রাজ্য সরকার।


সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়