ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউজিল্যান্ডে জরুরি অবস্থা আরো ৭ দিন বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে জরুরি অবস্থা আরো ৭ দিন বাড়লো

নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির কর্তৃপক্ষ জরুরি অবস্থা আরো ৭ দিন বাড়ালো।

এনিয়ে তৃতীয়বার জরুরি অবস্থা নতুন করে বাড়লো। গত ২৫ মার্চ জরুরি অবস্থা ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী পিনি হেনারে এক ‍বিবৃতিতে জানান, প্রয়োজন হলে জরুরি অবস্থার সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

জরুরি অবস্থা ঘোষণা অনুযায়ী, দেশে লকডাউন বহাল থাকার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ থাকবে। কেবল জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি বা সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে।

নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৬৬ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়