ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে পুনরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। মাত্র সাত দিনের ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণ বাড়লো।

সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর পুনরায় এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৫ জন আক্রান্ত হয়েছেন। এতে পুনরায় আক্রান্তের সংখ্যা ১১৬ জনে পৌঁছেছে। পুনরায় ভাইরাস আক্রান্তের কারণ জানতে তদন্ত চলছে।

তবে কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (কেসিডিসি) পরিচালক জিয়ং আন-কিয়ং জানিয়েছেন, সম্ভবত রোগী পুনরায় ভাইরাসে আক্রান্ত হননি। বরং তার দেহে সুপ্ত থাকা ভাইরাসটি আবারও সক্রিয় হয়েছে।

অন্যান্য বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, এ  ক্ষেত্রে ভুল পরীক্ষা দায়ী হতে পারে। অথবা ভাইরাস অবশিষ্টাংশ রোগীর দেহে ছিল তবে এটি সংক্রামক ছিল না কিংবা রোগী বা অন্য কারো জন্য বিপজ্জনক ছিল না।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়