ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

করোনা থেকে সুস্থ হতে কত সময় লাগে?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা থেকে সুস্থ হতে কত সময় লাগে?

২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় বিশ্বে। ২০২০ সালের সাড়ে তিন মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ ৮৯ হাজার আক্রান্ত ব্যক্তি। তবে এদের অনেকেই এখনও পুরোপুরি সুস্থ হননি।

বিবিসি জানিয়েছে, কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর কতটুকু অসুস্থ হয়েছে তার ওপর নির্ভর করবে ওই ব্যক্তির সুস্থতা। আক্রান্তদের কেউ দ্রুত সুস্থ হলেও অনেকে দীর্ঘ স্বাস্থ্য জটিলতায় ভুগবেন। আক্রান্ত ব্যক্তির বয়স, লিঙ্গ ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় করোনায় গুরুতর অসুস্থ হওয়া নির্ভর করবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম করোনায় আক্রান্তের পর তীব্র শ্বাসপ্রশ্বাসজনিত কষ্টের লক্ষণ দেখা দিলে তাদের ফুসফুসে ক্ষতি হতে পারে।

কার্ডিফ ও ভেল ইউনিভার্সিটি হেলথ বোর্ডের জটিল রোগীদের সাইকোথেরাপিস্ট পল টোমি বলেন, ‘এ ব্যাপারে অনেক ভালো তথ্য আছে, এমনকি পরবর্তী পাঁচ বছর মানুষের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।’

ওয়ারউইক মেডিকেল স্কুলের লেকচারার ডা. জেমস জিল বলেন, করোনায় আক্রান্তদের স্বাস্থ্য পুনরুদ্ধারে মানসিক সহযোগিতাও প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনার শ্বাসকষ্ট হতে পারে, পরে চিকিৎসক বললেন, আপনাকে আমাদের ভেন্টিলেশনে রাখতে হবে। আপনাকে ঘুমপাড়ানোর প্রয়োজন হবে। আপনি কি তখন আপনার পরিবারের সদস্যদের চিরবিদায় বলবেন।’

ডা. জেমস জানান, এ ধরনের অনেক গুরুতর রোগীর ক্ষেত্রে পরবর্তীতে ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) বিস্ময়ের কিছু নাই। অনেকে মানসিক আঘাতও পেতে পারেন।  কিছু রোগীর ক্ষেত্রে শারীরিক অবসাদসহ দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়