ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৫৬৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৫৬৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। আক্রান্তদের মধ্যে ৫৬৭ জনই বাংলাদেশি।

শনিবার সিঙ্গপুরের  স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার ৩৭৮ জন বাংলাদেশি শ্রমিকের করোনায় আক্রান্তের খবর জানিয়েছিল মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের সবাই শ্রমিক। এদের মধ্যে শতাধিক ব্যক্তি এস১১ ডরমেটিরে থাকতেন। ৩১ সুঙ্গেই কাদুত অ্যাভিনিউতে শ্রমিকদের আরেকটি আবাসিক ভবনে থাকা ১০২ বাংলাদেশি এই আক্রান্তদের মধ্যে রয়েছে। এছাড়া শ্রমিকদের আবাসিক ভবন সুঙ্গেই টেঙ্গাহ লজ, ওয়েস্টলাইট তোহ গুয়ান, তুয়াস ভিউ লজ, তুয়াস সাউথ ডরমেটরি ও তুয়াস ভিউ ডরমেটরিতে থাকা বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন। তাদেরকে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়