ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

লকডাউন প্রত্যাহারের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন প্রত্যাহারের ঘোষণা ইরানের

স্বাস্থ্য কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের রাজধানী তেহরানে করোনা ঠেকাতে আরোপিত লকডাউন সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দেশটির সরকারি ও বেসরকারি সেক্টরের কর্মীরা আবারো কাজে ফিরেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

এর আগে গত সপ্তাহে, ইরানের প্রদেশগুলো লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়। যদিও দেশটিতে স্কুল এবং খেলাধুলার ইভেন্টগুলো এখনো বন্ধ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী দেশটির দ্বৈত শত্রু মহামারি ও অর্থনীতির পতন ঠেকাতে ‘স্মার্ট ডিসটেন্সিং’ কৌশল বা সচেতনভাবে দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে এখন আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ১ হাজার ৩৭৪ জন বেড়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫ হাজার ৩১ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ