ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

এবার করোনায় আক্রান্ত বিড়াল 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার করোনায় আক্রান্ত বিড়াল 

মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। ইতিমধ্যে বিশ্বের প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারিয়েছে অপ্রতিরোধ্য এই ভাইরাসে। পশুপাখিরাও রেহাই পাচ্ছে না এর ছোবল থেকে।

আমেরিকায় বাঘের পর এবার দুই বিড়াল কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর।

নিউইয়র্কের ওই বিড়াল দুটির শ্বাস-প্রশ্বাসজনিত সামান্য সমস্যা রয়েছে। করোনায় আক্রান্ত পরিবার বা প্রতিবেশী কারো সংস্পর্শ থেকে এরা সংক্রমিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

এদিকে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে যে পশু থেকে মানুষে এই ভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি।

আমরা চাইনা মানুষ আতঙ্কিত হোক। পোষা প্রাণী নিয়ে পরীক্ষা কেন্দ্রে গণহারে মানুষ ছুটুক এমনটাও আমরা চাইনা। পোষা প্রাণী এই রোগ মানুষে ছড়িয়ে দেয় এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

তবে পোষা প্রাণী বাড়ির বাইরে যাওয়ার ব্যাপারে মালিকদের সচেতন থাকতে বলেছে সিডিসি।

ওই বিড়াল দুটির একটির মালিক শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হবার পরেই বিড়ালটি অসুস্থ হয়ে পরে। যদিও পরে বিড়ালটির মালিক কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসেন। ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ আক্রান্ত ওই বিড়ালটি এই ভাইরাসে আক্রান্ত এমন কারো সংস্পর্শে এসেছিল।

অন্যদিকে দ্বিতীয় বিড়ালের মালিক করোনা পজেটিভ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার ৪ বছর বয়সী একটি বাঘ এ রোগে আক্রান্ত হয়েছিল। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো বিড়াল আক্রান্ত হল।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়