ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

করোনাভাইরাস মহামারির মধ্যে আমেরিকান কর্মজীবীদের ভালো রাখতে সাময়িকভাবে অভিবাসন বন্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত দুই মাস এ নিষেধাজ্ঞা থাকবে। এই সময়ে বিদেশের কেউ আমেরিকায় স্থায়ী হতে কিংবা গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না।

বুধবার প্রাত্যহিক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘আমাদের দারুণ আমেরিকান কর্মজীবীদের রক্ষায় আমি এইমাত্র যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন বন্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করলাম। আমাদের অর্থনীতি আবারো চালু হওয়ার পর চাকরির ক্ষেত্রে সবার আগে বেকার আমেরিকানদের প্রাধান্য নিশ্চিত করবে এটা।’

ধারণা করা হচ্ছে, নির্বাচনের বছরে জনপ্রিয়তা এ আদেশ দিলেন ট্রাম্প। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য নিজের শ্বেতাঙ্গা সমর্থকদের চাঙা রাখতে এই উদ্যোগ বলে ধারণা রাজনীতি বিশ্লেষকদের। ট্রাম্প বলছেন, দুই মাস পরিস্থিতি পর্যালোচনার পর এই ইমিগ্রেশন বন্ধের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

করোনায় যুক্তরাষ্ট্রে ৪৫ হাজারের বেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। অন্য রাজ্যগুলোতে করোনার ভয়াল থাবা না পড়ায় তারা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ট্রাম্পের বিশ্বাস কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আবার চালু হবে পুরো দেশ, ‘দুই বা তিন দিন আগের চেয়ে আজ অন্য রকম একটা অনুভূতি কাজ করছে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়