ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ট্রাম্পের ওষুধের বিরোধিতায় দায়িত্ব হারালেন মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের ওষুধের বিরোধিতায় দায়িত্ব হারালেন মার্কিন কর্মকর্তা

করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত স্বীকৃত কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলকভাবে বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন। করোনা চিকিৎসায় এটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু তার এই ক্লোরোকুইন চিকিৎসার বিরোধিতা করে দায়িত্ব হারানোর দাবি করলেন বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের (বিএআরডিএ) পরিচালক রিক ব্রাইট।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রিককে মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) একটি প্রকল্পে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে রোগ নির্ণয় উন্নয়নের কাজ করবেন তিনি। রিক বলেছেন, ‘কংগ্রেসের বরাদ্দ করা কোটি কোটি ডলার সরকার ওষুধ, প্রতিষেধক কিংবা বৈজ্ঞানিক ঘাটতি থাকা প্রযুক্তিগুলোতে বিনিয়োগ না করে করেছে করোনার বৈজ্ঞানিক ও নিরাপদ সমাধানে। আমার মনে হয় এসব নিয়ে জেদ করায় আমার এই বদলি।’

করোনা মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে এখনো গবেষণা শেষ হয়নি। তারপরও ট্রাম্প এর ব্যবহারে জোর দিয়ে যাচ্ছেন। তার মতে ‘ঈশ্বর প্রদত্ত’ চিকিৎসা এটি। মঙ্গলবার এক গবেষণায় জানা গেছে, ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা ওষুধটি খুব বেশি উপকারী নয়। বরং হাইড্রোক্লিকোরোকুইনের কারণে করোনা রোগীর মৃত্যু হচ্ছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়