ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে

ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৪০৯ জনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২১ হাজার ৩৯৩।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২৬৯ জনের। গুজরাটে মৃতের সংখ্যা ১০৩ ও মধ্যপ্রদেশে ৮০।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ৫ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। এর পরেই রয়েছে গুজরাট। এখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ২৪৮ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশে -১ হাজার ৫৯২। এছাড়া রাজস্থানে ১ হাজার ৮৯০, তামিলনাড়ুতে ১ হাজার ৬২৯, উত্তরপ্রদেশে ১ হাজার ৪৪৯ জন এবং তেলঙ্গানায় ৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়