ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা বিল পাস

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা বিল পাস হয়েছে। এনিয়ে চতুর্থবার কংগ্রেসে মহামারির বিরুদ্ধে আর্থিক বিল পাস হলো।

হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে ৩৮৮-৫ ভোটে বিলটি অনুমোদন পায়। ছোটখাটো ব্যবসায় সহায়তা করতে এবং হাসপাতাল ও টেস্টের তহবিলে দেওয়া হবে এ অর্থ।

মঙ্গলবার সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে সেই করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ২ লাখ কোটি ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজে সই করে।

বৃহস্পতিবারের বিল পাস হওয়ায় কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সব মিলিয়ে ৩ লাখ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প ও ডেমোক্র্যাটরা ১ লাখ কোটি ডলারের আরেকটি ত্রাণের বিল পাস করতে আগ্রহ দেখালেও প্রেসিডেন্টের দল রিপাবলিকানরা অনীহা দেখিয়েছে।

রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধার করার চেয়ে ফেডারেল সরকার যেন নিজেদের দেউলিয়া ঘোষণা করে।

নতুন পাস হওয়া বিল অনুযায়ী আইনপ্রণেতারা পে প্যাক প্রটেকশন প্রোগ্রামের আওতায় ছোট ব্যবসায়ীদের ৩১ হাজার কোটি ডলার দেবে। আর হাসপাতাল পাবে সাড়ে ৭ হাজার কোটি ডলার এবং টেস্টের জন্য ব্যয় হবে আড়াই হাজার কোটি ডলার।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়