ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

করোনা নিয়ে ট্রাম্পের তথ্যে আস্থা খুব কম মানুষের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে ট্রাম্পের তথ্যে আস্থা খুব কম মানুষের

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে নিজের বক্তব্যের পাশাপাশি দেশটির চিত্রও তুলে ধরছেন।  তবে খুব কম আমেরিকানই তা নিয়মিত দেখছেন এবং তার দেওয়া তথ্যে আস্থা রাখছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক নতুন জরিপে দেখা গেছে, অল্প কিছু আমেরিকান নিয়মিত ট্রাম্পকে করোনা মহামারি সম্পর্কিত তথ্যের উৎস হিসাবে দেখেন বা তাকে বিশ্বাস করেন।

পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, মাত্র ২৮ শতাংশ আমেরিকান করোনাভাইরাস সম্পর্কিত তথ্য পেতে নিয়মিত ট্রাম্পের সংবাদ সম্মেলন ফলো করেন।  মাত্র ২৩ শতাংশ ট্রাম্পের দেওয়া তথ্যর ওপর উচ্চমাত্রায় আস্থা পোষণ করেন। আর ২১ শতাংশ তাকে এ বিষয়ে মাঝারি মাত্রায় বিশ্বাস করেন।

এদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা বিল পাস হয়েছে। এর মাধ‌্যমে চতুর্থবার কংগ্রেসে মহামারির বিরুদ্ধে আর্থিক বিল পাস হলো।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে শেষ খবর পর্যন্ত ৪৯ হাজার ৮শ ৪৫ জনের মৃত‌্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

 

জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়