ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনার জন্য চীনকে সরাসরি দায়ী করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার জন্য চীনকে সরাসরি দায়ী করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মোকাবিলায় চীনের অবস্থানের সমালোচনা করেছিলেন আগেই। এবার কোভিড-১৯ রোগের মহামারির জন্য সরাসরি চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ফক্স চ্যানেলের সিন হ্যানিটি শোতে পম্পেও বলেছেন, ‘অনেক যন্ত্রণা আর জীবন হারাতে হয়েছে চীনের কারণে। তারা তথ্য না দেওয়ায় এখন বৈশ্বিক ও আমেরিকান অর্থনীতি বিশাল চ্যালেঞ্জের মুখে।’

মার্কিন সরকারের এ কর্মকর্তা আরো বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে চীনা কমিউনিস্ট পার্টি যা করেছে, তার জন্য মূল দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে।’

এ মহামারির জন্য চীনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত কিনা প্রশ্নে পম্পেও আগে বলেছিলেন, পাল্টাপাল্টি অভিযোগের সময় পরেও আছে। কিন্তু এবার তিনি সরাসরি বললেন, তাদেরকে মূল্য দিতে হবে। মার্কিন কূটনীতিক বলেছেন, ‘আপনাদের জানা উচিত, চীনা কমিউনিস্ট পার্টির কাছ থেকে এখনো স্বচ্ছভাবে কিছু জানা যায়নি। এমন কিছু হয়েছে যা আমরা জানি না। আমরাও প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারিনি।’

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়