ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

সূর্যের আলো ও আর্দ্রতা দুর্বল করে করোনাভাইরাসকে: মার্কিন গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূর্যের আলো ও আর্দ্রতা দুর্বল করে করোনাভাইরাসকে: মার্কিন গবেষণা

সূর্যের আলো, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা করোনাভাইরাসকে দ্রুত দুর্বল করে দেয়- এমন দাবি আমেরিকান সরকারি গবেষকদের। তাই আসছে গ্রীষ্ম মৌসুমে করোনার সংক্রমণ কমে যাবে আশা তাদের।

সরকারি গবেষক দলের মতে, ঘরে ও ‍শুষ্ক আবহাওয়ায় ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে করোনাভাইরাস। কিন্তু তাপমাত্রা ও আর্দ্রতা বাড়লে, বিশেষ করে সূর্যের আলোতে শক্তি কমতে থাকে এই প্রাণঘাতী ভাইরাসের।

হোয়াইট হাউজ ব্রিফিংয়ে হোমল্যান্ড সিকিউরিটিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ব্রায়ান বলেছেন, ‘সরাসরি সূর্যের আলোতে খুব তাড়াতাড়ি মারা যায় ভাইরাসটি।’

গবেষণায় নতুন করে এই দাবি আরেকবার ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বস্তি, ‘আমি একবার বলেছিলাম যে এটা (করোনাভাইরাস) উচ্চ তাপমাত্রা ও আলোয় চলে যায়। লোকজন আমার ওই বক্তব্য পছন্দ করেনি।’

মার্কিন গবেষকদের এই গবেষণার ফলাফলের প্রমাণ এখনো মেলেনি। কারণ সিঙ্গাপুরের মতো উষ্ণ দেশেও মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়