ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

করোনা চিকিৎসায় ট্রাম্পের উদ্ভট পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা চিকিৎসায় ট্রাম্পের উদ্ভট পরামর্শ

ইতিহাস, অর্থনীতি ও বিজ্ঞান নিয়ে ট্রাম্পের উদ্ভট মন্তব্য নতুন কিছু নয়। এবার করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে উদ্ভট চিকিৎসা ব্যবস্থার কথা বলেছেন তাতে থ মেরে গেছেন চিকিৎসকরাই।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প করোনায় চিকিৎসায় দুটি তত্ত্ব হাজির করেছেন। এর একটি হচ্ছে ইনজেকশনের মাধ্যমে দেহে জীবাণুনাশক প্রবেশ করানো। আর দ্বিতীয়টি হচ্ছে সূর্যালোক বা কোনো শক্তিশালী আলো চামড়া ফুঁড়ে প্রবেশ করানো।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের ব্রিফিংয়ের সময় এক কর্মকর্তা করোনাভাইরাস নিয়ে একটি  মার্কিন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়েছে, সূর্যালোক ও তাপে করোনাভাইরাস দ্রুত দুর্বল হয়। এছাড়া মুখের লালা ও শ্বাসযন্ত্রে থাকা করোনাভাইরাস জীবাণুনাশকে পাঁচ মিনিটের মধ্যে মারা যায়।

এর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমি দেখলাম জীবাণুনাশক এটিকে দ্রুত পরাস্ত করে। এক মিনিট।  এমন কোনো উপায় আছে যাতে ইনজেকশনের মাধ্যমে এটি দেহে প্রবেশ করাতে পারি? এটি পরীক্ষা করে দেখা বেশ চমকপ্রদ হতে পারে।’

করোনা চিকিৎসায় ট্রাম্পের দ্বিতীয় পরামর্শ,‘ধরুন, অতিবেগুনি রশ্মি বা অত্যন্ত শক্তিশালী কোনো আলো আমাদের শরীরে পড়ল। তাতেই এটা হতে পারে। তখন অবশ্য আপনারা বলবেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। সেই আলো যদি চামড়া ফুঁড়ে বা অন্য কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে, তা হলেও এই কাজটা সম্ভব হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা সমালোচনা।

ফুসফুসের রোগ বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তা ট্রাম্পের এই বক্তব্যের পর সতর্ক করে বলেছেন, ‘শরীরে কোনো ধরনের জীবাণুনাশ প্রবেশ করানো দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক কাজ। এটা আত্মহত্যা করার একটি সাধারণ উপায়।’

ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটনের চিকিৎসক কাশিফ মাহমুদ টুইটারে লিখেছেন, ‘চিকিৎসক হিসেবেকোভিড-১৯ এর চিকিৎসায় আমি কখনোই ফুসফুসে জীবাণুনাশক প্রবেশ বা দেহের ভেতরে অতিবেগুনি রশ্মি প্রবেশ করানোর অনুমতি দিতে পারি না। ট্রাম্পের চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন না।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ